fbpx

STATISTICS FEST – 2019

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ ও কাজী মোতাহার হোসেন (QMH) পরিসংখ্যান ক্লাবের উদ্যোগে আগামী ১লা অক্টোবর, ২০১৯ ইং তারিখে প্রথম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে কেয়া কসমেটিক্স নিবেদিত “STATISTICS FEST – 2019”।

দিনব্যাপী আয়োজনে ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের জন্য থাকছে Basic Statistics, Probability, Sample Survey-এর উপর কুইজ প্রতিযোগিতা।

৩য় বর্ষ থেকে মাস্টার্স-এর শিক্ষার্থীদের জন্য থাকছে Programming Contest ও Data Analysis Contest

এছাড়া সকল বর্ষের শিক্ষার্থীদের জন্য থাকছে কাজী মোতাহার হোসেন স্যারের জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা।

অনুষ্ঠানে আরও থাকবে বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মূল্যবান বক্তব্য এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।

সবশেষে বিজয়ীদের জন্য থাকবে পুরস্কার ও সার্টিফিকেট এর ব্যবস্থা।

সমগ্র অনুষ্ঠানের স্পন্সর হিসেবে রয়েছে কেয়া কসমেটিক্স লিমিটেড এবং রবি। কো-স্পন্সর হিসেবে রয়েছে আইএফআইসি ব্যাংক, ডুসডা (DUSDAA), ডেটাসফট, ইডিআরইউসি লিমিটেড, ইউনিয়ন ব্যাংক। প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলো।