fbpx

অক্টোবর ১৩, ২০২৪

জ্বালা

বউয়ের নাকি ঠান্ডা লাগে, আমার লাগে গরম
সেই জ্বালায় আর ফ্যান চলেনা, লাগে যে রাগ চরম।

সাত-সকালে চা করে দিই, খায় পায়ে পা তুলে
রমেশ কাকা ঘটক ব্যাটা, সেইতো সবার মূলে।

দুপুর হলেও রাঁধবো আমি, মাজব বাটি-ঘটি
খেয়ে দেয়ে ঘুমোতে যাবে, লাট সাহেবের বেটি।

বিকেলবেলা উঠলে দেবী, পদসেবা তার কর্‌
এইটুকুন আর না করলে, আমিই কেমন বর।

রাত্রিতে ওই ফ্যানের জ্বালা, টিভিও আছে সাথে
ইচ্ছে করে মুগুর দিয়ে দিই এক বারি মাথে।

এর বেশি আর যায়না কওয়া, কইতে লাগে শরম
তাছাড়া দিন কাটছে ভালোই, সুখেই আছি পরম।

0504 হরিপদ শীল অব্যক্ত Poem 2nd 1
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৬-১৭