যেই
পুব গগণে চাঁদ,
ব্যস
আমার কুহক ফাঁদ !
আমি
ছেড়ে শীতল পাটি
শুধু
চাঁদের পথে হাঁটি।
যেন
ডাইনী বুড়ির ছলে
চুপি
জোছনা আমায় বলে,
“ওরে
শোন্ রে হতচ্ছাড়া,
বলি
সামনে দু’ পা বাড়া।
খানিক
আয় না আমার কাছে,
দ্যাখ
রূপার খনি আছে !”
আমি
ধীর কদমে চলি
আর
আপন মনে বলি,
“তোরা
যে যা বলিস ভাই,
আমার
রূপার খনি চাই !”
পরিচালক | আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
প্রাক্তন শিক্ষার্থী
সেশন: ১৯৯২ - ১৯৯৩
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
- দেলোয়ার হোসেনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8/বুধবার, জুলাই ১, ২০১৫
- দেলোয়ার হোসেনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8/বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২০
- দেলোয়ার হোসেনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8/মঙ্গলবার, মার্চ ১৭, ২০২০
- দেলোয়ার হোসেনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8/শনিবার, এপ্রিল ১৮, ২০২০