পৃথিবী, তোমার সারবে কবে অসুখ ?
ভালোবাসা আজ ঈমান হারিয়ে ফেলেছে
হৃদয় ভুগছে চরম আস্থাহীনতায়
চোখে চোখ রেখে বসার রেওয়াজ নেই আর
‘হাত ধরাধরি’ চলে গেছে বনবাসে ॥
পার্কের কোনে হাসছে সবুজ ঘাসেরা
নেই তো সেখানে জুটিদের পদচারণা
বাদামের খোসা খুঁজে পাওয়া দুষ্কর
‘চা-গরম’ বলে হাঁকডাক নেই ছেলেদের ॥
মহিলা সমিতি নাট্যমঞ্চ নির্বাক
কবিতা চর্চা মহড়ায় আজ কারফিউ
বটতলা আজ বাজে না মেলার বাঁশি
শিশুপার্কে ঘুমিয়ে নাগরদোলা ॥
কতদিন ধরে গুণছি যে তার পথ
ভিডিও কলে ভরে না মনের গ্লাস
পৃথিবী, তোমার সারবে কবে অসুখ ?
কবে যে দেখবো আমার প্রিয়ার মুখ !
প্রাক্তন শিক্ষার্থী
সেশন: ১৯৯২ - ১৯৯৩
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়