যে কথা বলার ছিল
কথা বলবো বলে ঠোঁট চেপে আছি
কথার তোলপাড়ে বুক কেমন উত্তাল
তবু কেন বোঝোনাকো কিছু?
কী দিয়ে বোঝাবো বলো?
কোন উপমাতো জানা নেই
ভাষার গাঁথুনি শুধু সাজ বাড়ায়
আড়াল করে রাখে যে কথা বলার ছিল
কিছু বোঝোনা কি?
যখন সমুদ্রের হাওয়া এসে
দীর্ঘশ্বাসে মেশে
যখন হঠাৎ আসা বৃষ্টিতে মেশে
দু ফোঁটা চোখের জল
তখন নিজেকে বড় অসহায় মনে হয়
বিপন্ন মাঝির মতো ভাবি
যেখানে যাওয়ার ছিল হয়নিতো যাওয়া
শুধু মনে হয়
যে কথা বলার ছিল হয়নিতো বলা
কেউতো জানলোনা তাই
আমার চোখের নিঃসঙ্গ তারা
কার প্রতীক্ষায় এমন বিধুর।
সেশন : ১৯৭২-৭৩