fbpx

যে কথা বলার ছিল

কথা বলবো বলে ঠোঁট চেপে আছি

কথার তোলপাড়ে বুক কেমন উত্তাল

তবু কেন বোঝোনাকো কিছু?

কী দিয়ে বোঝাবো বলো?

কোন উপমাতো জানা নেই

ভাষার গাঁথুনি শুধু সাজ বাড়ায়

আড়াল করে রাখে যে কথা বলার ছিল

কিছু বোঝোনা কি?

যখন সমুদ্রের হাওয়া এসে

দীর্ঘশ্বাসে মেশে

যখন হঠাৎ আসা বৃষ্টিতে মেশে

দু ফোঁটা চোখের জল

তখন নিজেকে বড় অসহায় মনে হয়

বিপন্ন মাঝির মতো ভাবি

যেখানে যাওয়ার ছিল হয়নিতো যাওয়া

শুধু মনে হয়

যে কথা বলার ছিল হয়নিতো বলা

কেউতো জানলোনা তাই

আমার চোখের নিঃসঙ্গ তারা

কার প্রতীক্ষায় এমন বিধুর।

প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষক |

সেশন : ১৯৭২-৭৩

এম. আতাহারুল ইসলাম

সেশন : ১৯৭২-৭৩

শোক সংবাদ

আমাদের পরিসংখ্যান বিভাগের সিনিয়র ল্যাবরেটরী এটেনডেন্ট মোঃ আলী আকবর ০৩/০৮/২০২৪ তারিখ শনিবার রাত ১০:৩০ টায় মেঘনা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল, গজারিয়া, মুন্সীগঞ্জ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

প্যাপাইরাস পরিবার,
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়