fbpx

আমার কথা বলতে ইচ্ছে করে না

আমার কথা বলতে ইচ্ছে করে না

অনেক কথাই তো হল

কাজের কথা অকাজের কথা

ছোট কথা বড় কথা

সুখের কথা কষ্টের কথা

অভিমানের কথা রাগের কথা

সব কথাই হারিয়ে গেছে

ছায়াপথের মায়া হয়ে

কথা দিয়ে তাজমহল রচনা হয়নি

কথায় কথা বাড়ে

সেই সঙ্গে বাড়ে আমার ভেতরে কষ্ট

পাঁচমিশেলি কথায় যখন প্রাণ থাকে না

আমার খুব কষ্ট হয়

অকালে পাতা ঝরার কষ্ট

তুমি চুপ করে থাকো

আমি এখন বাতাসের সঙ্গে গাছের পাতাদের কথা শুনব

বাঁধনহারা খুশিতে দুলছে পাতা

সমস্ত শরীর দুলিয়ে

ফুলের হাসিমুখ দেখবো

পাখির সঙ্গে প্রজাপতির সঙ্গে

কী এতো কথা

কোন ভণিতা নেই

মুগ্ধ করে রাখে

শেষ বিকেলের আমার এই একলা সময়।

প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষক |

সেশন : ১৯৭২-৭৩

এম. আতাহারুল ইসলাম

সেশন : ১৯৭২-৭৩