fbpx

ডিসেম্বর ৫, ২০২৪

সবারই একটি করে গল্প থাকে

সবারই একটি করে গল্প থাকে
জীবনের গল্প
বেঁচে থাকার গল্প
সম্পর্কের গল্প
টানাপোড়েনের গল্প
ভালোবাসার গল্প
কিন্তু আমার কোনো গল্প নেই
তুমি বলো গল্প নেই কেন?
প্রতিটা মানুষের তো নিজস্ব কিছু গল্প থাকে
সেই গল্পে শুরু থাকে, শেষ থাকে, ক্লাইম্যাক্স থাকে
গল্পের টান টান উত্তেজনা থাকে
কিন্তু আমার কোনো গল্প নেই কেন?
আমার কোনো কথা নেই
চুপ করে থাকি
মনে মনে বলি
একটা পিঁপড়েরও তো সুন্দর একটা গল্প থাকে
কবিতার মতো ছন্দময়
তাহলে আমার গল্পটা কোথায় হারালো
কোন পথে ঘাটে
কোন তেপান্তরে
সময়টা কখন
অতীত বর্তমান বা ভবিষ্যতের সব হারানোর সেই মুহূর্তটা কখন?
কিছুই তো মনে নেই
শুধু দেখো স্থবির প্রস্তরের মতো
দিব্যি পড়ে আছি
চরাচর জুড়ে দীর্ঘশ্বাস আছে
সাড়াশব্দহীন আমি
বেঁচে আছি মৃতপ্রায়
জরদ্গব হয়ে
পৃথিবীর মুখোশের আড়ালে থাকা মানুষের
মতো মিথ্যে গল্পে তাই জড়াই না আমি
মানুষের কোন গল্প নেই আজ
শুধু দীর্ঘশ্বাস আছে
প্রকৃতির কাছে ঋণ আছে
অহংবোধের কালো আকাশ আছে
ভালোবাসা নেই
দম্ভের ভ্রূ-তোলা ভ্রূকুটি আছে
স্নেহ নেই
লোভের সীমাহীন শ্বদন্ত গ্রাস আছে
আর মানুষের মতো কোন দুপেয়ে জীবের মতো
অভিনয় আছে
সেই অভিনয়ের একটা মিথ্যে গল্পও আছে
সেই গল্পের শুরু আছে
শেষও আছে
ক্লাইম্যাক্সও আছে
তবু কী আশ্চর্য
মনুষ্যত্বটাই নেই
হারিয়ে গেছে কখন কোথায়
কেউ জানে না
তাই আমারও কোনো গল্প নেই।

Atahar Sir
প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষক | 

সেশন : ১৯৭২-৭৩