fbpx

ইস্যু

কত কি ঘটছে দেশে
খবর বেড়ায় চষে
ইস্যু যায় ইস্যু আসে
আমি জগা দেখি বসে।

ফেসবুক ইন্সটায়
হরেক খবর পাই
ভয়ানক কত ইস্যু
কাঁপে বুক পায় হিসু।

গরম খবর সব
হৃদে করে ধুকপুক
টুকটাক এটা সেটে
শেয়ারও দিই বটে।

ভাইরাল হয়ে যায়
কেউ নাচে কেউ গায়
কেউ করে গালাগালি
আমি জগা দিই তালি।

স্ট্যাটাস বাহারি রঙা
যুক্তির বয় গঙা
তর্কের বন্যায়
ফোন মোর ভেসে যায়।

ধুয়ে দেয় দেশ দশ
আবেগের হয়ে বশ
কমেন্ট রিয়াকশনে
ঝড় বয় সেলফোনে।

নাই কাম-কাজ কিছু
ছুটি খবরের পিছু
ইস্যুরও তো নাই শেষ
আমি জগা আছি বেশ!

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৬-১৭

হরিপদ শীল

সেশনঃ ২০১৬-১৭