fbpx

অক্টোবর ১৬, ২০২৪

ইস্যু

কত কি ঘটছে দেশে
খবর বেড়ায় চষে
ইস্যু যায় ইস্যু আসে
আমি জগা দেখি বসে।

ফেসবুক ইন্সটায়
হরেক খবর পাই
ভয়ানক কত ইস্যু
কাঁপে বুক পায় হিসু।

গরম খবর সব
হৃদে করে ধুকপুক
টুকটাক এটা সেটে
শেয়ারও দিই বটে।

ভাইরাল হয়ে যায়
কেউ নাচে কেউ গায়
কেউ করে গালাগালি
আমি জগা দিই তালি।

স্ট্যাটাস বাহারি রঙা
যুক্তির বয় গঙা
তর্কের বন্যায়
ফোন মোর ভেসে যায়।

ধুয়ে দেয় দেশ দশ
আবেগের হয়ে বশ
কমেন্ট রিয়াকশনে
ঝড় বয় সেলফোনে।

নাই কাম-কাজ কিছু
ছুটি খবরের পিছু
ইস্যুরও তো নাই শেষ
আমি জগা আছি বেশ!

0504 হরিপদ শীল অব্যক্ত Poem 2nd 1
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৬-১৭