fbpx

শুধুই মায়া

কত দূর সরে গেলে মনে হবে দূরে যাওয়া হল

কত কাছে সরে এলে মনে হবে এইতো দিব্যি কাছে এসেছি

দুরের সংজ্ঞা কী

কাছে আসার সংজ্ঞাটাই বা কী

কী দিয়ে মাপি এই দূরে যাওয়া বা কাছে আসা

সারা জীবন ধরে অনেক দূরে সরে গেছি বলে যখন নিশ্চিন্ত

এই অকালে সেই দূর কেন মনের দুয়ারে কড়া নেড়ে যায়

আবার কাছে এসেছি বলে নিশ্চিন্ত যখন

তখন কেন মনে হয় দোরটা হাট করে খোলা

কাছে কেউ নেই, শুধুই মায়া ছায়া হয়ে আছে।

প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষক |

সেশন : ১৯৭২-৭৩

এম. আতাহারুল ইসলাম

সেশন : ১৯৭২-৭৩