সময়ের সীমা ছেড়ে
কৃষ্ণ গহ্বরে,
মহাশূন্য, মহাকাশ
অথবা নক্ষত্রের আড়ালে?
কী জানি কোথায়? ঠিকানাহীন,
অদৃশ্য, অচিন ভুবন, সঙ্গীহীন
এ কেমন অনিবার্য প্রস্থান!
ফেলে যাও শত স্মৃতি –
ক্লাশরুম, করিডোর,
ইট, কাঠ, পাথরের দেয়ালে
সুখ দুঃখ, ভালোবাসা, অব্যক্ত অভিমান।
আর বৃদ্ধ পিতা, মূহ্যমান
ভারাক্রান্ত খাটিয়ার ভারে,
মমতাময়ীর আর্তনাদ
অহর্নিশ আকুতি
“ফিরে দাও তারে।”
প্রিয়তমার উদাসীন চোখ
অসীম শূন্যতা,
স্নেহধন্যা শিশুকণ্যার
স্পর্শের স্পর্ধা
হারায় হঠাৎ, এক মহাকাল যাত্রায়।
এ কেমন লীলাখেলা
বোঝা বড় দায়।
হে মহান প্রভু তুমি দিবে কি জবাব?
কী এমন অজ্ঞাত, আশ্চর্য হিসাব?
প্রস্থান অনিবার্য কেন এত অবেলায়!
সহযোগী অধ্যাপক | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
- This author does not have any more posts.