দেখ দাদু, কে যেন ও যায়
বায়ুবেগে ধায়
যাবে কোথা; কীসে এত তাড়া?
আজ বুঝি ফের খোকা দেরি
শত কাজে ঘিরি।
তোর কীরে খাওয়া হলো সারা?
মাকে তোর বল দিকি দাদু
ছাতিখানা, ভাদু
গেল দিয়ে দেখতো রে হোথা।
স্নান জল তোলা হলো, ওরে?
বেলা গেল বেড়ে;
তোল মোরে, লয়ে চল সেথা।
লাঠিখানা গেল কোথা মোর
বাহিরেতে শোর
উঁচু গলে কে কহিছে কথা?
ও কী দাদু পড়ে গেলি নাকি
আয় কাছে দেখি
পায়ে বুঝি পেলি আজি ব্যথা!
- হরিপদ শীলhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2/বৃহস্পতিবার, মে ৯, ২০১৯
- হরিপদ শীলhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2/বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০১৯
- হরিপদ শীলhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2/শনিবার, এপ্রিল ১৮, ২০২০
- হরিপদ শীলhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2/শনিবার, এপ্রিল ১৮, ২০২০
- হরিপদ শীলhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2/বৃহস্পতিবার, মে ১৪, ২০২০