এই শহরে আমার একটা ঠিকানা আছে,
একান্তই আমার
এই শহরটাও তাই আমার
এই শহরে আমি জন্মাইনি
এমনকি এখানে আমি বেড়েও উঠিনি
তবু এই শহরটা বড্ড বেশি আমার
এই শহরে আমি নিজেকে চিনেছি
ভেঙ্গে চুরে গড়েছি
নতুন করে ভাবতে শিখেছি,
গ্রহণ করতে শিখেছি, বর্জন করতে শিখেছি।
এই শহরে আমি হাঁটতে শিখিনি
তবে চলতে শিখেছি
এই শহরে আমি কথা বলতে শিখিনি,
তবে বুঝতে শিখেছি।
এ শহরে আমার জন্মের কোন সম্পর্ক নেই
তবে এ শহরে এমনকিছু মানুষ আছে,
যাদের হাত ধরে অনেকটা পথ হাঁটা যায়,
যাদের সাথে একসাথে স্বপ্ন দেখা যায়।
যাদের উপর নির্ভর করা যায় নির্দ্বিধায়
এই শহরে এমন কিছু বন্ধু আছে,
যাদের সাথে গল্প করে রাতের পর রাত কাটানো যায়
ইচ্ছে হলে যাদেরকে ভীষণ বকে দেয়া যায়
মন খারাপ হলে যাদের কাছে গিয়ে চুপ করে বসে থাকা যায়
যাদেরকে যখন তখন বলা যায় আমার কিছু ভাল লাগছেনা রে
এই শহরটা তাই আমার।
খুব করে আমার।
- নাজিয়া তাসনিমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae/বৃহস্পতিবার, জুন ১১, ২০২০
- নাজিয়া তাসনিমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae/বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২০
- নাজিয়া তাসনিমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae/বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২০
- নাজিয়া তাসনিমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae/বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২০
- নাজিয়া তাসনিমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae/বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২০