fbpx

জানুয়ারি ২১, ২০২৫

উদ্বায়ী আশা

প্রদীপগুলোর কাঁপছে শিখা,
বাইরে আজ ডেকেছে বান
আশার পাকে পেঁচিয়ে থাকা
সলতে গুলোর ঝরছে প্রাণ।
বাতাস পানে উড়ছে দিশা,
শেষ তেলের ঐ অগ্নিশিখা
তেল ফুরুলে নিভবে বাতি,
নামিয়ে তেঁজের জয়গান।
সাঁঝেরবাতির করুণ গতি,
ঝেটিয়ে মনের প্রান্ত রতি
নীল আকাশের সবটুকু রঙ,
করছে গ্রাস অবিরাম।
সাতরঙের এই বেবাক খেলায়,
ধরতে গেলেই হারিয়ে পালায়
কালোর মাঝেই লীন হয়ে যায়
রঙ আর খুঁজে না পাই।
সলতে গুলো পুড়ছে যখন,
লাল তাপেতে উবছে তখন
বদ্ধ ঘরে দেখতে না পাই
সেই কর্পূরের ধার!
বানের জলে বাইরে তখনো
অতল অন্ধকার।

jagannath pal
প্রাক্তন শিক্ষার্থী | সিভিল ইঞ্জিনিয়ারিং, চুয়েট