শরতের বৃষ্টি

গমগম মেঘনাদ
ঝমঝম বৃষ্টি,
লাল লাল ফুল পানে,
ভাসা ভাসা দৃষ্টি।
চকচকে পাতা তাতে,
ভেজা ভেজা কাক টা,
উঁচু উঁচু দালান আর,
ভাঙ্গা ভাঙ্গা মনটা।
ঘরে ঘরে বাতি জ্বলে
মাটি মাটি গন্ধ,
চেনা চেনা মুখ তবু,
দেখাদেখি বন্ধ।

কমেন্ট করুন
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশন: ২০১৭-১৮

আশরাফুন জান্নাত সুপ্তি

সেশন: ২০১৭-১৮