আবারো হবে দেখা, কোনো এক কৃষ্ণচূড়ার বাগানে
ফুলগুলো ধারণ করবে লাল রক্তিমা রং
আর আমি ধারণ করব,
একসমুদ্র ভালোবাসা , আমার হৃদয়ে
তুমি না হয় নিয়ে এসো এক বিন্দু পরিমাণ
ভরিয়ে দিও আমার সমস্ত হৃদয়ে!
নাই বা হতে পারলাম তোমার দময়ন্তী,
অন্তত প্রিয়ন্তী হওয়ার অধিকার দিও
আমৃত্যু পর্যন্ত ….
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
- This author does not have any more posts.