তোমার কারা?
কেন এসেছ,
আমার মৃত দেহ বেচে তোমাদের যথেষ্ট টিআরপি হয়নি বুঝি?
এইতো চিনে ফেললাম তোমায়
তুমিই তো সেই বুদ্ধিজীবি ফটোগ্রাফার
আমি জানি, আমার ফুটো কপালের ছবিই জোগায় তোমার তিন বেলার আহার।
আর তুমি,
তুমিই তো সেই বিখ্যাত সাংবাদিক চুন্নু মিয়া
তবে ভুলে যাও কেন এসবই আমারই অবদান?
আমার মরার খবর ছাপিয়েছ বারবার,
পেয়েছো খ্যাতি আর সম্মান!
কিন্তু ওরা কারা আমার মৃত ছায়ার ময়নাতদন্তে ব্যস্ত
এরা কারা! আমার খুলির গবেষণায় জীবন করেছে ন্যাস্ত?
আমি কি মরেও মুক্তি পাইনি!
আমায় বেচে খাওয়ার ধান্দা তাদের আজও শেষ হয়নি?
ও চিনতে পেরেছি,
ওরা সেই এনজিও যারা সমাজ কল্যান নামক জোঁক
আমার নামে অনুদান এনে, নিজেই করেছে ভোগ!
আরে, এতো দেখছি গণতান্ত্রিক আমালারা!
এরাও দেখি মিছিল করে, আমার নামে ব্যানার ধরে
কোথায় ছিলো এরা তখন!
ক্ষুধার মিছিলে মরেছি যখন?
নেতারাও দেখি এখানে,
প্ল্যাকার্ড হাতে, আমজনতার মাঝখানে
তারা কি চাই!
আমার শোক সভায়?
তারা তো মিথ্যা বয়ানে অযথা স্টেজ কাঁপায়।
তারা কি জানে আমার নামে এখনো চিঠি আসে?
বিশ্ব ব্যাংকের ঋণ খেলাপি, দিতে হবে বছর শেষে।
কিন্তু আমি তো ঋণ নেইনি,
আমি তো দেওলিয়া হয়নি!
তাহলে কে নিয়েছিল এ ঋণ?
কেন আমায় মরতে হলে সে দিন!
- কামরুল ইসলামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, আগস্ট ১১, ২০২২
- কামরুল ইসলামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮, ২০২২
- কামরুল ইসলামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, অক্টোবর ১৩, ২০২২
- কামরুল ইসলামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২