fbpx

সম্পাদকীয় – মার্চ ২০২৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছাত্রী ফুলপরী খাতুনকে অভিনন্দন। অমানষিক নির্যাতন সহ্য করতে হলেও শেষ পর্যন্ত তার বিজয় হয়েছে। হাইকোর্টের নির্দেশে নির্যাতন করা পাঁচজন ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে – বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্তে তারা চূড়ান্তভাবে বহিষ্কৃত হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট হলের মেরুদণ্ডহীন প্রভোস্ট, হাউজ টিউটর ও আরও কয়েকজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

ছাত্রলীগ ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেনি এবং ঐ পাঁচ নির্যাতনকারীকে দল থেকে বহিষ্কার করেছে – যা নিশ্চয়ই একটি ভালো পদক্ষেপ। তবে, সাধারণ ছাত্রদের আস্থা অর্জন করতে হলে ছাত্রলীগকে এ ধরনের সব ঘটনায় বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে।সাধারণ ছাত্রদের একটা বিষয় জানা থাকা ভালো। হাইকোর্ট তার পর্যবেক্ষণে র‌্যাগিংকে ‘criminal offence’ হিসেবে গণ্য করেছে এবং বলেছে র‌্যাগিং-এর ঘটনা ঘটলে ফৌজদারি মামলা করতে কোনও বাধা নেই। তাই, এখন থেকে চতুর্থ বর্ষ শেষে ‘Rag Day’ পালন না করে ‘স্নাতক সমাপনী উৎসব’ করাই সমীচীন হবে  

সব ধরনের র‌্যাগিং বন্ধে আমাদেরকে তৎপর হতে হবে।

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ১৯৮৩ - ৮৪

জাফর আহমেদ খান

প্রাক্তন শিক্ষার্থীপরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়সেশনঃ ১৯৮৩ - ৮৪

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.