শ্রাবণ দিনের প্রেম
তখন
ক্লান্ত দুপুর
বৃষ্টি টুপুর
শব্দ মধুর
ডুবে
মন দরিয়া
অতল প্রিয়া
আমার হিয়া
এমন
দমকা হাওয়া
ভীষণ চাওয়া
হারিয়ে যাওয়া
তুমি
মেঘলা চুলে
হৃদয় ছুঁলে
মায়ার জালে
হঠাৎ
বাঁধলে খোপা
অরুনা লোপা
বুঝি দোলনচাপা
যেন
নয়নে তারা
স্বপ্নে ভরা
প্রেমের পাড়া
আর
ললিত ঠোঁটে
চন্দ্রা তটে
জোছনা লুটে
দেখে
পায়ের নূপুর
ছন্দে বিভোর
প্রেমিক কিশোর,
মন হারিয়ে প্রেমিক কিশোর
আমি প্রেমিক কিশোর ।
— তাকিয়ে আছে প্রেমিক কিশোর
চোখ দুটি তার পদ্ম পুকুর
ভুলে শ্রাবণ মেঘের উদাস দুপুর,
আমিও তখন প্রেম সাঁতারের স্বপ্নে বিভোর।