fbpx

শ্রাবণ দিনের প্রেম

তখন
ক্লান্ত দুপুর
বৃষ্টি টুপুর
শব্দ মধুর

ডুবে
মন দরিয়া
অতল প্রিয়া
আমার হিয়া

এমন
দমকা হাওয়া
ভীষণ চাওয়া
হারিয়ে যাওয়া

তুমি
মেঘলা চুলে
হৃদয় ছুঁলে
মায়ার জালে

হঠাৎ
বাঁধলে খোপা
অরুনা লোপা
বুঝি দোলনচাপা

যেন
নয়নে তারা
স্বপ্নে ভরা
প্রেমের পাড়া

আর
ললিত ঠোঁটে
চন্দ্রা তটে
জোছনা লুটে

দেখে
পায়ের নূপুর
ছন্দে বিভোর
প্রেমিক কিশোর,
মন হারিয়ে প্রেমিক কিশোর
আমি প্রেমিক কিশোর ।

— তাকিয়ে আছে প্রেমিক কিশোর
চোখ দুটি তার পদ্ম পুকুর
ভুলে শ্রাবণ মেঘের উদাস দুপুর,
আমিও তখন প্রেম সাঁতারের স্বপ্নে বিভোর।

Research Analyst (Geospatial and Statistics) | University of Michigan

শোক সংবাদ

আমাদের পরিসংখ্যান বিভাগের সিনিয়র ল্যাবরেটরী এটেনডেন্ট মোঃ আলী আকবর ০৩/০৮/২০২৪ তারিখ শনিবার রাত ১০:৩০ টায় মেঘনা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল, গজারিয়া, মুন্সীগঞ্জ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

প্যাপাইরাস পরিবার,
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়