অনুপ্রবেশ
আমার হৃদয় প্রাচীর ভেদ করে
দস্যুর মতো এক মানবীর অনুপ্রবেশ,
মৃত্যুর স্বাদে গন্ধে উপচে-পড়া প্রেম আমায় জীবন্ত পুড়িয়ে করেছে নিঃশেষ।
তার কবিতার মতো চোখ
শতবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি,
ভুলতে পারি নি।
আর জলোচ্ছ্বাসের মতো চুল
আমি দূরেই দাঁড়িয়ে থেকেছি, কখনো পা ভেজায়নি।
তবুও ডুবেছি!
অগ্নিশিখার মতো ঠোঁট
আমি শুধু পলক ফেলেছি, ছুৃঁয়ে দেখিনি।
তবুও মোমের মতো গলেছি!
যেন প্রলয়ের মতো হাসি
আমি তাকিয়ে দেখেছি, কাছে যাইনি
তবুও হৃদয়- সর্বস্ব হারিয়েছি!
আর যেন মৃত্যুর মতো প্রেম
আমি কখনো আলিংগন করিনি
তবুও বার বার মরেছি!
কমেন্ট করুন