fbpx

সম্পাদকীয় – মে ২০২৩

ধানমণ্ডিতে সাত মসজিদ রোডে নতুন করে ডিভাইডার তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। সেই উদ্দেশ্যে ডিভাইডারের পুরানো গাছগুলো কেটে ফেলা হচ্ছে। পরিবেশবাদীদের তীব্র বিরোধিতা সত্ত্বেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র গাছকাটা চালিয়ে যাচ্ছেন। তার বক্তব্য, অন্য উপায় না থাকায় ‘উন্নয়নের জন্য’ গাছ কাটতে হচ্ছে। দিনের বেলায় আন্দোলনকারীদের সাথে পেরে ওঠা যাবে না বলে মাঝরাতেও গাছ কাটা হচ্ছে। নিঃসন্দেহে মেয়রের লোকেরা চতুর।

গ্রীষ্মের প্রচণ্ড গরমে মানুষ থাকতে পারছে না। এই অবস্থায় উল্টো গাছ কেটে গরম বাড়ানো হচ্ছে। গাছের ছায়া মেয়র সাহেবের দরকার হয় না, কারণ তিনি এসি-র বাতাস খান। কিন্তু, সাধারণ মানুষের কী হবে?

একটি প্রশ্ন কেউ করছে না। ডিভাইডার নতুন করে তৈরির প্রয়োজনীয়তা দেখা দিলো কেন? গাছে ছাওয়া ডিভাইডারগুলো দেখতে খারাপ লাগছিলো? নাকি, নানা ধরনের কাজে হাত দিলে অনেক টাকা লোপাট করা যায়?

বেগমপাড়ায় টাকা পাঠানোর উদ্দেশ্যে অনেক মন্ত্রী-আমলা নানা ধরনের ফালতু প্রজেক্টে সরকারী টাকা ‘ব্যয়’ করে। এসব চালাকি দ্রুত বন্ধ করা দরকার।

0000 Editorial May 2023 c

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ১৯৮৩ - ৮৪

জাফর আহমেদ খান

প্রাক্তন শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সেশনঃ ১৯৮৩ - ৮৪