fbpx

অক্টোবর ১৬, ২০২৪

অসম্পূর্ণ কবিতা

খুব ভোরে ঘুম ভেঙে উঠে দেখলাম
চারিদিকে অন্ধকার হয়ে আছে।
এক তুমুল ঝড়ের আগমনী সংকেত,
ঠিক আমার মনের ভেতর যেমন ঘূর্ণি চলে।

মেঘের গায়ে তোমার হাসি মাখা মুখখানি দেখতে পাই,
যেন মেঘ গুলোই তুমি।
তারপর ঝর ঝর করে নেমে এলো বৃষ্টি,
বৃষ্টির ফোঁটা যখন গায়ে পড়লো,
মনে হলো তুমি এলে বহু দিন পরে।

হয়তো বলছো, অভিমান করো না
জীবন এমনই, অসংখ্য অপূর্ণতার নামই ভালো থাকা।

তোমার সব কথাই মাথা পেতে নিয়েছি।
মেনে নিলাম,
অপূর্ণতায়ই পূর্ণ আমরা,
অস্পৃশ্যেই রঙিন আমরা,
অদেখাতেই তৃপ্ত আমরা।

আলোর মাঝে অন্ধকার আমরা,
একই অপরাধে অপরাধী আমরা,
অপরের সুখেই সুখী আমরা,
আমরা যেন এক দীর্ঘ নামহীন অসম্পূর্ণ কবিতা ।

তানিয়া আহমেদ
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়