বিষন্ন দুপুর
পিচগলা রোদে চকচকে সড়কের বিটুমিন
শহরের ব্যস্ত মানব ভীড়ে ছুটে চলে মায়া হরিণ;
ক্ষুরের শব্দে তাল উঠে, নাচে কিশোরীর ঘুঙুর,
বুকে ভার লাগে, চেপে বসে বিষন্ন দুপুর।
নিঃশ্বাস বসে আসে, টান পড়ে ফুসফুসে
শিরায় অম্লজানের ঘাটতি, প্রাণবাবুর পায়চারি উসখুসে।
নৈঃশব্দ্যে চৌচির চারপাশ, ভেঙে পড়ে সিসা,
মুছে যায় আলোরেখা, নেমে আসে ঘোর অমানিশা।
অজানা বৃদ্ধ হেঁটে যায়, পার হয়ে জীবনরেখা,
নতুন শিশু আসে, যেন চক্রাকারে ফিরে দেখা।
সুতীব্র যান্ত্রিক শব্দ, শহর ভেঙে মাটিতে গড়ায়,
যেন শিঙ্গার ফুৎকার! স্বপ্নগুলো আবার সাজায়।
স্বপ্নে ভারী ঘুম, উড়ে চলে প্রাগৈতিহাসিক কালে,
সহসা ডানা ভাঙে, ফিরে আসে যুগের মহাকালে,
বিলিয়ন নিউরনের হইচই, আনন্দ বাইছে মই,
স্বপ্নের ক্যানভাসে আঁকাআঁকি, দিগন্তের সীমা কই?