fbpx

সম্পাদকীয় – জুলাই ২০২৩

ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যায় এ বছর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘন্টায় (১০ জুন সকাল ৮:০০টা থেকে ১১ জুন সকাল ৮:০০টা পর্যন্ত) ১০৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৭ জনের মৃত্যু হয়েছে।

২০২২ এর তুলনায় ২০২৩ এ মশার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ, দিন দিন আমাদের অবস্থার অবনতি হচ্ছে।

মশা নিধনে ঢাকা দক্ষিণের মেয়র সাহেবের কিছুটা তৎপরতা চোখে পড়েছে ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার পরে। এর আগে মহামান্য মেয়র ব্যস্ত ছিলেন সাতমসজিদ রোডের গাছ কেটে পরিবেশ ‘উন্নত’ করার কাজে। চব্বিশ ঘন্টা মশারির ভেতর থাকা ছাড়া আমাদের আর কোনও উপায় আছে কি?

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ১৯৮৩ - ৮৪

জাফর আহমেদ খান

প্রাক্তন শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সেশনঃ ১৯৮৩ - ৮৪