fbpx

সম্পাদকীয় – জুন ২০২৩

প্রচণ্ড গরমে মানুষের জীবন শুধু দুর্বিসহ নয়, বিপর্যস্ত। এই অভাবনীয় দাবদাহে এ পর্যন্ত অন্তত ২০ জন মানুষের মৃত্যু হয়েছে (The Business Standard, ৭ জুন ২০২৩)। স্কুলগুলো ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

এই অসহ্য গরমের প্রধান কারণ আর্দ্রতা ও অনাবৃষ্টি। তবে, গাছ কেটে বন উজাড় করাও কম দায়ী নয়। এ ছাড়া, সচ্ছল মানুষেরা এ.সি. চালালে তাদের নিজেদের ঘর ঠাণ্ডা হয় বটে, তবে আশেপাশের এলাকার বাতাস গরম হয়ে যায়। ফলে, সেখানকার মানুষের জীবন আরও দুর্বিসহ হয়ে ওঠে।

ঢাকা দক্ষিণের মেয়র মহোদয় তো সাতমসজিদ রোডের বাকি গাছগুলো কাটার দুরভিসন্ধি পরিত্যাগ করেছেন বলে মনে হয় না। রাস্তায় ছায়া দেয়া গাছ কেটে ফেলা রাস্তায় মলমূত্র ত্যাগ করার চেয়ে বেশি আপত্তিকর। ঝমঝমিয়ে বৃষ্টি নামুক। গরমের হাত থেকে সবাই বাঁচুক।

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ১৯৮৩ - ৮৪

জাফর আহমেদ খান

প্রাক্তন শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সেশনঃ ১৯৮৩ - ৮৪