fbpx

মুজিব

টুঙ্গিপাড়ায় জন্মেছিল
মুজিব নামের ছেলে
তার ছোঁয়াতে মুগ্ধ হতো
শ্রমিক, চাষা, জেলে।

ন্যায়ের কথা বলতো সদা
অটল ছিল তাতে।
স্বাধীন দেশের স্বপ্ন মনে
বুনত দিনে রাতে।

গরীব দুঃখীর মুখে নিজের
খাবার দিতো তুলে।
জমে থাকা কষ্ট মুজিব
যেতো তাতে ভুলে।

নিদ ভুলে সে শ্রম দিয়েছে
দেশটি গড়ার কাজে
তাইতো মুজিব বেঁচে আছে
আজও সবার মাঝে।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

পরিসংখ্যান বিভাগ (প্রথম বর্ষে)

 

রোল:121-059

মো: সজিব মিয়া

পরিসংখ্যান বিভাগ (প্রথম বর্ষে)

 

রোল:121-059