fbpx

অক্টোবর ১৬, ২০২৪

সন্তুষ্টই যেন সুখ

লিখতে তো ইচ্ছে করে,এত আলসেমি শরীরে আর মনে হয় এই যান্ত্রিকতার শহরে ফেসবুক ছেড়ে কেউ কি পড়বে আমার এই বকবকানি।তাও একটু লিখি…

আমি…

এক দেশে এক রাজা ছিল, সেই রাজার মেয়ে নই আমি। 

অনেক সুন্দর এক পরী ছিল, আমি সেই পরী নই। 

তোমাদের আজ গল্প শোনাবো, নই সেই গল্পের রাজকুমারী। 

 সব গল্প থেকে প্রত্যাখ্যান পেয়ে নিজেই গল্প লিখতে বসেছি… 

আমার গল্প তো মন খারাপের, না ভাববেন না আমি কোন দুঃখিনী ঘরের অভাবিনী মায়ের সন্তান। সুখ আমার অনেক।মনের সুখের অভাব। 

আচ্ছা এই যে, আমি বললাম আমার গল্প মন খারাপের বলেন তো আপনার কি মনে হয়, 

আমি কি প্রতিবন্ধী, আমার কি একটা হাত নেই,একটা পা নেই,নাকি আমি তৃতীয় লিঙ্গের মানুষ। 

না তো!কোনটাই না!তাহলে কেন বললাম আমার গল্প মন খারাপের।  তাহলে কারণ শুনুন, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতার অভাব।এটাই মানসিক অশান্তির কারণ।যে সমস্যা আমার মত হয়তো অনেকেই আছেন।

0911 তামান্না ইসলাম চৈতি writer s photo
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়