নিশি দিন এক করছে বলে
ললনারে মুগ্ধ করবার ছলে;
রচিলে কবিতা চাঁদের তুল্য,
সেই প্রণোদনার কোথায় মূল্য।
রচিয়াছ যত কঠিন কাব্যে-
শিউলী-জুঁইয়ের মালা মিলাবে,
কবে চরণ তলে করবে অর্পণ?
সময়-তিথির মিলবে দর্পন।
প্রেয়সী তোমার করিয়া সন্ধান
সবি ছলনার বন্দনার বন্ধন;
বছর পরেই তার নব চিত্রায়ন
নাট্য-কাব্য-ছলনার প্রমাণ।
প্রেয়সী তোমারে পাশে রাখিয়া-
পর ললনারে চায় ফিরিয়া।
সে চাহনির গন্ধ ছলনার;
সকল উপমাকে পিছনে ফেলার,
হার হার তব প্রেয়সী তোমার।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
- মোছাঃ ইসরাত জাহানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%9b%e0%a6%be%e0%a6%83-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8/বৃহস্পতিবার, মার্চ ১৪, ২০২৪