fbpx

‘সত্যই সুন্দর’

স্বচ্ছ, শান্ত, সত্য, শুভ্র-
সবই তবে জাত সুন্দর;
সুন্দর হে , সুন্দর হে –
জয় হোক তব সুন্দরে।

আলোর মেলায়,রঙ্গের খেলায়
সত্য সুন্দর, মূর্চ্ছা কোথায়?
সব সুন্দরই আজ নিন্দিত,
কেবল সত্যই নন্দিত !

সুন্দর সে তো মানবতায়
হিতা-হিত জ্ঞান প্রজ্ঞায় ;
পর-ব্রতই কেবল কামনাময়
গোধূলিতে যা আলো ছড়ায় ;

সুন্দর হে, সুন্দর হে –
জয় হোক সত্য সুন্দরে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর