fbpx
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

যন্ত্র

যন্ত্রের ছোঁয়ায় হারিয়ে ফেলেছি
সহজ সরল সুন্দর দিনগুলি;
হাতের ছন্দে নীরব কথাবার্তায়
ফুরিয়ে গেছে মুখের বুলি।

সৌন্দর্য ও চাকচিক্যের আড়ালে
বয়ে চলেছে মনে অশান্তি;
নিখুঁত জীবনের অবিরাম সন্ধানে
নেমে এলো শরীরে ক্লান্তি।

সাদা কাগজে কলমের কালিতে
লেখা হোক অব্যক্ত কথন;
দূরত্ব ঘুচিয়ে ভালোবাসার টানে
মিলেমিশে হোক স্মৃতি রোমন্থন।

আনুশী আরভীন
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৮ - ২০১৯