যন্ত্রের ছোঁয়ায় হারিয়ে ফেলেছি
সহজ সরল সুন্দর দিনগুলি;
হাতের ছন্দে নীরব কথাবার্তায়
ফুরিয়ে গেছে মুখের বুলি।
সৌন্দর্য ও চাকচিক্যের আড়ালে
বয়ে চলেছে মনে অশান্তি;
নিখুঁত জীবনের অবিরাম সন্ধানে
নেমে এলো শরীরে ক্লান্তি।
সাদা কাগজে কলমের কালিতে
লেখা হোক অব্যক্ত কথন;
দূরত্ব ঘুচিয়ে ভালোবাসার টানে
মিলেমিশে হোক স্মৃতি রোমন্থন।
- আনুশি আরভীনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ad%e0%a7%80%e0%a6%a8/বৃহস্পতিবার, জুন ১১, ২০২০
- আনুশি আরভীনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ad%e0%a7%80%e0%a6%a8/বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১১, ২০২১
- আনুশি আরভীনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ad%e0%a7%80%e0%a6%a8/বৃহস্পতিবার, মে ১৩, ২০২১
- আনুশি আরভীনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ad%e0%a7%80%e0%a6%a8/বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮, ২০২২