fbpx

লক্ষ্মী মেয়ে

মেয়েটি আমার লক্ষ্মী আছে
আছে শান্ত শিষ্ট
পড়ালেখায় যেমন তেমন
খেলাধূলায় শ্রেষ্ঠ।

টিভি দেখার ফাঁকে ফাঁকে
একটু আধটু পড়ে
বিকাল বেলা খেলতে গেলে
আসতে চায় না ঘরে।

মোবাইল ট্যাবে কার্টুন দেখতে
বড্ড ভালবাসে
পড়ার কথা বলতে গেলেই
ফিক্‌ফিকিয়ে হাসে।স্টিকার আর পুতুল কেনায়
নাইকো তার জুড়ি
স্কুল গেটে ভালবাসে
খেতে ঝালমুড়ি।

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশন: ১৯৮৪ - ১৯৮৫

মো: লুৎফর রহমান

প্রাক্তন শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সেশন: ১৯৮৪ - ১৯৮৫

শোক সংবাদ

আমাদের পরিসংখ্যান বিভাগের সিনিয়র ল্যাবরেটরী এটেনডেন্ট মোঃ আলী আকবর ০৩/০৮/২০২৪ তারিখ শনিবার রাত ১০:৩০ টায় মেঘনা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল, গজারিয়া, মুন্সীগঞ্জ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

প্যাপাইরাস পরিবার,
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়