জুলাই ১০, ২০২৫

আর্তনাদ

তুমি কি শুনেছ আর্তনাদ?
অসহায় মানুষের চিৎকার??
ধুঁকে ধুঁকে মরে সহস্র প্রাণ
যন্ত্রণার হাহাকার।

যখন পাঁকিয়ে উঠে কুণ্ডলীর ধোঁয়া,
বিপদের হাতছানি,
পদে পদে যেন আশংকার ছায়া
কে নিবে এর গ্লানি?

তুমি কি দেখেছ বিবর্ণ ধ্বংসস্তুপ?
জ্বলে পুড়ে কেমন হয়েছে ছারখার!
দিনশেষে কত নিস্তব্ধ নিশ্চুপ,
আওয়াজ শুধু স্বজনের কান্নার।

আমি দেখেছি তোমায় ধূসর, চকবাজার
শত কান্নায়ও যায় নি এখনও ধূয়ে
এভাবেই তুমি অম্লান রবে
আর্তনাদের কালের সাক্ষী হয়ে।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৮-১৯

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp

আরও লেখা সমূহ