বরষা
বৃষ্টি বৃষ্টি ইন্দ্রের সৃষ্টি
অবিরত বায়ু ধায় বাহির না হয়া যায়
এ কী অনাসৃষ্টি বৃষ্টি বৃষ্টি।
বৃষ্টি বৃষ্টি টিপটিপ বৃষ্টি
খলা ভরা ছড়া ধান বধূদের যায় প্রাণ
অস্থির দৃষ্টি বৃষ্টি বৃষ্টি।
বৃষ্টি বৃষ্টি রিমঝিম বৃষ্টি
দাদু বসে বাঁধে গান হুঁকোয় দিতেছে টান
দৃশ্য কী মিষ্টি বৃষ্টি বৃষ্টি।
বৃষ্টি বৃষ্টি ঝমঝম বৃষ্টি
গরু ফেরে মাঠ হতে ছুটিতেছে মেঠো পথে
বাটী পানে দৃষ্টি বৃষ্টি বৃষ্টি।
বৃষ্টি বৃষ্টি সে কি ঝড় বৃষ্টি
খড় চাল উধে ধায় ঘরদোর ভেসে যায়
বরষার কৃষ্টি বৃষ্টি বৃষ্টি।
বৃষ্টি বৃষ্টি অপরূপ সৃষ্টি
মনোরম চারিপাশ নিদ্রার করে আশ
কষ্টেতে তিষ্টি বৃষ্টি বৃষ্টি।
কমেন্ট করুন
সেশনঃ ২০১৬-১৭