fbpx

অন্ত্যমিল

এলেবেলে বালুঝড়ের তোড়ে
নীলচে সফেন ঢেউয়ের জোরে,
সমুদ্র রাজ তপ্ত শীতল
মরুভূমি যেন আস্ত চিতল।
অতলে ডুবে বালুময় চর,
জন্ম নেয় যত অক্ষয়।
রঙিন-সাদা গুল্ম প্রবাল,
কত কত মাছ, কত শত প্রাণ!
মরু বুকে আজ সবটার স্থান।
সমুদ্র যা কিছু নিজের বলে
সবটাই মরু বুকের ‘পরে।
তবে কি একে জন্ম বলে!
নতুনতর অন্ত জলে
মরুকুঞ্জ সমুদ্রে ঢলে।

সামা জামিলা রহিম

সেশন: ২০১৮ - ২০১৯