fbpx

স্মৃতির নোনাজল

আরোহীতে এসেছিলে আমার এই কাননে
তোমারি ধারায় আজ ভেসেছি খুব যতনে
যাবে যদি যেতে চাও, ক্ষণে মোরে রেখে দাও
শূন্য কানন ভরে রেখেছ স্মৃতি
ক্ষনিক সময় থেকে বলে গেলে, ইতি!
স্মৃতিগুলো তুলো হয়ে উড়ে চলে বাতাসে
তোমার অবসানে মেঘ নামে আকাশে।
ফুলগুলো জেগেছিল তোমারই পরশে
সিক্ত বারিধারায় নেচেছিল হরষে
কালো মেঘে ছেয়ে তুমি চুপিসারে চলে যাও
বিষণ্ন কাননকে কিছুনাহি বলে যাও!

প্রাক্তন শিক্ষার্থী | সিভিল ইঞ্জিনিয়ারিং, চুয়েট

শোক সংবাদ

আমাদের পরিসংখ্যান বিভাগের সিনিয়র ল্যাবরেটরী এটেনডেন্ট মোঃ আলী আকবর ০৩/০৮/২০২৪ তারিখ শনিবার রাত ১০:৩০ টায় মেঘনা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল, গজারিয়া, মুন্সীগঞ্জ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

প্যাপাইরাস পরিবার,
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়