fbpx

ছদ্মবেশী জীবন

জীবনের গান হয়ে অবসান
থমকে দাঁড়ায় এই কোলাহলে
ব্যস্ত পথের বাক গুলো তাই
সোজা হয়ে যায় ক্ষনিকের পানে
দূর দৃষ্টিতে সীমারেখা তার
সরল পথের একটু ডানে
পথ হতে গিয়ে গলিঘুঁজিতে
আজ আটকে পড়ায় নেই কোনো মানে
নতুন মুখের আধোআধো বুলি
সময়ের তরে দাড়িয়েছে মাঠে
পুরানো হিসাবের কথকতা আজ
হালখাতা হয়ে বাকিতে হাঁটে
নিয়তির নীল চতুরঙ্গের খোপে
আনাড়ি হাতে বাজিমাতই ঘটে!
তবু হেটে যাই –
রিক্ত বদনে মুখোশের ছায়া
হাসির জনপদে হেসে দিশেহারা
আড়াল করিয়ে দুখ।
হাজারো বোঝা তফাতে সরিয়ে
স্মিত হাসিমুখ।

প্রাক্তন শিক্ষার্থী | সিভিল ইঞ্জিনিয়ারিং, চুয়েট