fbpx

অক্টোবর ১৩, ২০২৪

আমার মা

আমার মা রক্তমাংসহীন
এক জীবন্ত কঙ্কালসার-
যার রক্ত আর মাংসের উপর
দাঁড়িয়ে আছে আমাদের সংসার।

আমার মা এক দূর্ভেদ্য দেয়াল-
যার এপারে শুধু এক চিলতে হাসি,
আর ওপারে হয়ত
দুঃখ-কষ্ট আর কান্নার পাহাড়।

আমার মা কোন কষ্টিপাথর নয়,
বরং এক বিদগ্ধ কয়লাপিন্ড
বহু বছর ধরে পুড়তে পুড়তে,
যেটি রূপান্তরিত হয়েছে শিলায়।

আমার মা এক দুর্ধর্ষ ঈগল,
বন্দী হলেও তার ডানার নিচেই,
আমাদের নিরাপদ আশ্রয়।

আমার মা ভয়ানক মিথ্যাবাদী
নরকের অগ্নিকুন্ডে দাঁড়িয়েও
ভালো আছি বলা যার স্বভাব।

আমার মা ঐ দেয়াল ঘড়িটার মতো,
সব থেমে গেলেও সেটি চলতে থাকে।

আমার মা কোন কাব্য নয়,
কোন রূপকথা নয়,
বরং মাটির তৈরী এক
সহজ সাবলীল গদ্য!
এ গদ্যের কোন ছন্দ নেই,
কোন বিরতি নেই,
কোন নিয়ম নেই
আছে শুধু অবিরাম গতিময়তা!

নাজিয়া তাসনিম
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৭-১৮