fbpx

লোডশেডিংবিলাস

মাঝে মাঝে বিদ্যুৎ চলে গেলে আমার ভীষণ ভালো লাগে।
বিজলি বাতির আলোহীন শহরে চোখ বন্ধ করলে আমি মাটির গন্ধ পাই।
নতুবা এই শহুরে নিয়ন আলোর ভীড়ে আমরাতো নিঃশ্বাস নিতেও ভুলে যাই।
মন চাইলেই অনুভব করতে পারিনা ফেলে আসা মাটির গন্ধ।
অথচ এই বিদ্যুৎ চলে গেলেই আমি স্পষ্ট টের পাই আমার গায়ে এখনো লেগে আছে ভেজা মাটির গন্ধ।
ঝাঁ চকচকে শহুরে জীবনের অনবরত ইনঞ্জিনের শব্দে আত্মবিস্তৃতির বিকল্প কিছু আমি খুঁজে পাইনা।
তাই মাঝে মাঝে বিদ্যুৎ চলে গেলে আমার ভীষণ ভালো লাগে।
আত্মবিস্মৃতির আড়ালে হারিয়ে ফেলা আপনার জগতটাতে নিজেকে খুঁজে পাই,
আপনার সাথে জমে থাকা একান্ত আলাপগুলো সেরে নেবার সুযোগ পাই,
পুরনো কবিতার খাতাটা খুলে বসার ফুরসত পাই।
মনে হয়, অনাদি-অনন্তকাল ধরে আমি এই নীরবতার অপেক্ষাই করেছি।

নাহ, এখানে আমি দেশের ক্ষয়িষ্ণু অর্থনীতির আলাপ করতে আসিনি।
বিদ্যুতের অভাবে আমাদের কল-কারখানাগুলো প্রতিদিন কী পরিমাণ ক্ষতির অঙ্ক গুণছে, সে হিসেবও করতে আসিনি।
ল্যাম্পপোস্টহীন রাস্তায় ক্রমবর্ধমান অপরাধ, বন্ধ কারখানায় উৎপাদনের অধোগতি, মুদ্রাস্ফীতির উর্ধ্বগতি এসব নিয়ে আমি আপাতত ভাবছিনা।
বরং আমি এসেছি একটুখানি লোডশেডিং বিলাস করতে।
আলোহীন শহর, অন্ধকার রাস্তা, চারদিকে নিস্তব্ধ নীরবতা, হারিকেনের টিমটিমে আলো, কেরোসিনের গন্ধ!
আহ! আমাদের ফেলে আসা দিনলিপি।
মাঝে মাঝে একটু বিলাসিতা করলে খুব দোষ হয় বুঝি?
তা হোক না! এই অপরাধের শহরে আমি নাহয় একটু দোষীই হলেম।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৭-১৮

নাজিয়া তাসনিম

সেশনঃ ২০১৭-১৮