fbpx

অক্টোবর ১৬, ২০২৪

তোমায় ভেবে

আমার জন্য কেবল একটি কবিতা লিখো,
থাকুক বা না ছন্দ তার,
ভুল হলো বা মাত্রার বিন্যাস
তবুও তুমি লিখো।

আমায় ভেবে একটি ছবি এঁকো,
নাহোক রংয়ের সঠিক প্রয়োগ
নাহয় ছেঁড়া ক্যানভাসে হোক,
হোকনা শুকনো মাটির ঢেলায়
এলোমেলো যা খুশি তাই এঁকো।

একটি চিঠি আমার ঠিকানায়,
পোস্ট বক্সে রেখে এসো, হ্যাঁ?
না হয় কাগজ সাদাই থাকুক,
কিংবা কেবল বর্ণ সব,
মিলিয়ে নেবো ঠিকই আমি,
বাক্যগুলো সাজিয়ে নেবো নিজেই নাহয়।

তোমায় ভেবে ভাসিয়েছি আজ
কাগজের এক নৌকো।
জানিনা তা থামবে কোথায়
কোন পথেই বা যাবে সেথায়
তোমার কাছেই যাবে শেষে এটুক শুধু জানি।
কাল বিকেলে যে ফড়িংটা
বললো আমায় তোমার কথা,
কোন প্রজাতির জানিনা তা,
তার ডানাতেই পাঠিয়ে দিও
না বলা সব শব্দ গুলো।
আমি ঠিকই খুঁজে নিব,
কোন ডানাতে লুকিয়ে আছে সেই চিঠিটা।
কিন্তু তুমি লিখো।
আর যদি না লিখো?
ভেবোনা ঠিক ভুলে যাবো,
বরং তোমায় খুঁজবো তখন
আকাশ সীমানায়।
না পাই যদি তবে কোন ঝড়ের আগে
বজ্রপাতে মিশে যাবো,
মিশে যাবো তোমার সাথে
টের পাবেনা হয়তো তুমি।

নাজিয়া তাসনিম
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৭-১৮