পৌষের রোদ্দুর
বঙ্গে হে রঙ্গে
এসো সখা সঙ্গে
মাখি গায় রোদটুক
পৌষের।
ভেদ-ভাব সরায়ে
প্রেমভাব ছড়ায়ে
কই কথা আজ হেথা
সাহসের।
দূরে কেন দাঁড়ায়ে
বাহু দু’টি বাড়ায়ে
এসো কাছে প্রাণে মিলি
সবাকার।
প্রকৃতির রূপেতে
একাকার চুপেতে
যাই ভুলে আছে যত
হাহাকার।
কুয়াশার চাদরে
মমতার আদরে
গাছি ভাই পারে রস
খেজুরের।
শীতটারে তাড়ায়ে
রোদ্দুরে দাঁড়ায়ে
পিঠাসব পুরি পেটে
আজি এর।
কমেন্ট করুন
সেশনঃ ২০১৬-১৭