fbpx

সম্পাদকীয় – জানুয়ারি ২০২২

মিক্রন অত বেশি মারাত্মক নয় ভেবে অনেকেই মাস্ক পরা বা অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা বন্ধ করে দিয়েছে। ফলে, করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। নতুন করে লকডাউনের গ্যাড়াকলে পড়তে হয় কিনা কে জানে!

করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অ্যাকাডেমিক ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নেয়ার জন্য কর্তৃপক্ষ Loss Recovery Plan করেছে ঠিকই, কিন্তু তা বাস্তবায়নে কোনও তৎপরতা চোখে পড়ছে না। অবস্থা দেখে মনে হচ্ছে এই প্ল্যান কোনও কাজে আসবে না।

অ্যাকাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে ছাত্র-শিক্ষক সবাইকে এগিয়ে আসতে হবে।

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ১৯৮৩ - ৮৪

জাফর আহমেদ খান

প্রাক্তন শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সেশনঃ ১৯৮৩ - ৮৪