fbpx

অক্টোবর ১৬, ২০২৪

আর্তনাদ

গনগনে রোদ,
বাতাসে অসহ্য গন্ধ
তার মাঝে দৌড়োচ্ছে কেউ।
পরিচয়ে সে পিতা।
হাতে এক নিথর দেহ।
নিষ্প্রাণ, নিষ্পাপ সে মুখটি আজ,
বিধ্বস্ত
বিকৃত।
শরীরে ভেসে আছে ছোপ ছোপ রক্ত।
পিতার অশ্রু গড়িয়ে পড়ছে সেথায়,
মুছে যাক সে দাগ।
তবে তা উঠছে না।
করছে সে অফুরন্ত আর্তনাদ,
শিশুটি উঠছে না।
“ বাবা উঠো, উঠো তুমি “
নরম হাত দুটো পাশে এলিয়ে আছে।
দুলছে।
কিন্তু তবুও মায়াবী ডাকে
সে সাড়া দিলনা।

মুখ থেকে বের হল অস্ফুট স্বর।
তা জানান দিল,
“আমি বাঁচতে চাই,
তোমার কাছে থাকতে চাই বাবা!
আমাকে বাঁচাও! “

বাবা আর কিছু বলল না।
বলল না এ ধরণী,
বলল না কেউ।
শুধু একদৃষ্টিতে নির্বাক হয়ে তাকিয়ে রইলো …

সায়মা শাহরিয়ার রহিতি
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৯ - ২০২০