fbpx

সম্পাদকীয় – মার্চ ২০২২

করোনার কারণে বিশ্ববিদ্যালয়ে যে সেশন জ্যাম হয়েছে, তা দূর করতে ‘আট মাসে বছর’ ঘোষণা করা হয়েছে। ছাত্র-শিক্ষকদের তাই ত্রাহি মধুসূদন অবস্থা।

অনেকে ভাবতে পারেন, অ্যাকাডেমিক বছর বারো মাসের জায়গায় আট মাস করাতে কী আর এমন চাপে পড়লো সবাই! চাপের প্রধান কারণ, এতোদিন আমাদের ছিলো ‘আঠারো মাসে বছর’ – সব কাজেই ছিলো দীর্ঘসূত্রিতা। এখন ‘আঠারো’ মাসের কাজ আট মাসে করার চেষ্টা চলছে!

দেখা যাক শেষ পর্যন্ত কয় মাসে বছর হয়!

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ১৯৮৩ - ৮৪

জাফর আহমেদ খান

প্রাক্তন শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সেশনঃ ১৯৮৩ - ৮৪