নই আমি তত গুণী
যতখানি ভাবো তুমি
নই আমি ততটা মহান;
নয় মন তত খোলা
কিছুটা আত্মভোলা
রই ভুলে কত কাজে আন্মনে।
কাঁদে প্রাণ পরদুঃখে
হাহাকার করে বুকে
তবে নয় যত হাবভাবে;
বিপদে ঝাঁপিয়ে পড়া
আজও হয় নাক ত্বরা
তাই ভাবি মরি আমি লাজে।
মনে বড় সংশয়
লোভ, ক্ষোভ, কত ভয়
ঈর্ষায় জ্বলে যায় প্রাণ;
মোহ-মদ, স্বার্থের
হয়নি কো ত্যাগ এর
নই আমি ততটা মহান।
- হরিপদ শীলhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2/বৃহস্পতিবার, মে ৯, ২০১৯
- হরিপদ শীলhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2/বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০১৯
- হরিপদ শীলhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2/শনিবার, এপ্রিল ১৮, ২০২০
- হরিপদ শীলhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2/শনিবার, এপ্রিল ১৮, ২০২০