fbpx
বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪

আত্মোন্মোচন

নই আমি তত গুণী
যতখানি ভাবো তুমি
নই আমি ততটা মহান;
নয় মন তত খোলা
কিছুটা আত্মভোলা
রই ভুলে কত কাজে আন্‌মনে।
কাঁদে প্রাণ পরদুঃখে
হাহাকার করে বুকে
তবে নয় যত হাবভাবে;
বিপদে ঝাঁপিয়ে পড়া
আজও হয় নাক ত্বরা
তাই ভাবি মরি আমি লাজে।
মনে বড় সংশয়
লোভ, ক্ষোভ, কত ভয়
ঈর্ষায় জ্বলে যায় প্রাণ;
মোহ-মদ, স্বার্থের
হয়নি কো ত্যাগ এর
নই আমি ততটা মহান।

0504 হরিপদ শীল অব্যক্ত Poem 2nd 1
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৬-১৭