fbpx

নবীনের ঝংকার

নতুন রঙে, নতুন আঙ্গিকে
সেজেছে এই প্রাঙ্গণ নবীনদের আগমনে,
চিরচেনা প্রাঙ্গণে পদধ্বনির আওয়াজে
স্পন্দনের ঢেউ বয়ে চলছে ক্ষণে ক্ষণে।
স্বপ্নীল নয়নের কৌতূহলী দৃষ্টিতে,
চঞ্চল মনের সঞ্জীবনী শক্তিতে,
উদ্দীপনার জোয়ারে উত্তাল এই প্রাঙ্গণ
নবীনদের প্রাণোচ্ছল আগমনে।
মহিমাময় পথযাত্রার সহযাত্রী হয়ে
হে নবীন পথযাত্রীরা,
প্রতিভার অরণ্যে সৃজনশীলতার ফুলের সৌরভ
ছড়িয়ে দাও পথে-প্রান্তরে, আকাশে বাতাসে
ঐক্যের মন্ত্রে উজ্জীবিত হয়ে
বিকশিত করো মন নির্মল জীবনের উদ্দেশ্যে।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৮ - ২০১৯

আনুশি আরভীন

সেশনঃ ২০১৮ - ২০১৯

শোক সংবাদ

আমাদের পরিসংখ্যান বিভাগের সিনিয়র ল্যাবরেটরী এটেনডেন্ট মোঃ আলী আকবর ০৩/০৮/২০২৪ তারিখ শনিবার রাত ১০:৩০ টায় মেঘনা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল, গজারিয়া, মুন্সীগঞ্জ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

প্যাপাইরাস পরিবার,
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়