fbpx

রক্তগঙ্গা

হায় কত রক্ত
আমার মানচিত্রে আজ এত রক্ত কেন
পুব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে
চেয়ে দেখ রক্ত
টেকনাফ হতে তেঁতুলিয়া, মনাকশা হতে থানচি
একি রক্ত, এত রক্ত; যেদিকে তাকাই
হায় কত রক্ত
পদ্মা, মেঘনা, যমুনায় আজ রক্তধারা।
ঐ চেয়ে দেখ,
বঙ্গোপসাগরের রক্ত জোয়ার!

সবুজ ঘাস আজ রক্তরাঙা
কী নির্মম, কী নির্লজ্জ
কী কলঙ্ক পিতৃহত্যা, মাতৃহত্যার।
ছাব্বিশটি লাশ আজ বাংলার মানচিত্রের ‘পরে
শিশু, বৃদ্ধা, অন্তঃসত্তা বধূ
কী নৃশংস, বরাহশাবকের দল
গুমরে কাঁদে এ দেশ, আবালবৃদ্ধবনিতা।

এ আগস্ট আর এসো না
এ পনের আর এসো না
এ পঁচাত্তর আর এসো না!

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৬-১৭

হরিপদ শীল

সেশনঃ ২০১৬-১৭