আত্মপরিচয়
আমি রূপকথার তুষারশুভ্র রাজকন্যা নই,
কনকনে শীতের ভোরে আগুন পোহাতে থাকা
অগ্নিবালিকা আমি,
চিনেছো আমায়?
আমি বিলাসী কাব্যের অভিমানী নায়িকা নই,
জীর্ণ বস্ত্র, ছেড়া কম্বল নিয়ে রাস্তায় বসে একা
বিপ্লবনীতি আমি,
খুঁজেছো আমায়?
আমি অভিজাত রেস্তরার ভোজনরসিক বাবু নই,
শুকুর গুজার করি যদি জুটে খাবার দুই বেলা,
ধরণীচিত্র আমি,
দেখেছো আমায়?
আমি শৌখিন বিপণীতে লালহলুদ ফুলকন্যা নই,
পুষ্পমালা ফেরি করি মুখে হাসি কুড়ানোর খেলা,
সদ্যোজাত-শিশু আমি,
ধরেছো আমায়?
আমি ঐশ্বর্যের উত্তরাধিকারী দাম্ভিক রণপথিক নই,
একগাদা পুস্তক হাতে কাজের সন্ধানে ভবঘুরে —
ভবিষ্যৎ আমি,
মেনেছো আমায়?
আমি ক্ষমতার আদিখ্যেতায় মোড়ানো দুর্নীতি নই,
নিখাদ বিবেকের পূর্ণশিখা অনলে দিনরাত পুড়ে,
বিজয় নিশান আমি,
চেয়েছো আমায়?
সেশন: ২০১৭-১৮