fbpx

ডিসেম্বর ৫, ২০২৪

তারপর…

তারপর আমাদের আর কখনোই দেখা হলো না,
পূর্ণতার স্বাদ আর পাওয়া হলো না ইচ্ছেগুলির।
তারপর আর সেই গোধুলি কখনোই ফিরে আসলো না,
যেই গোধুলির আভা ছড়ানোর কথা ছিল।
তারপর সেই শরৎও আর কখনোই ফিরে আসলো না,
কাশফুলের দমকা হাওয়ার স্পর্শ লাগিল না তোমার কেশে।
তারপর সিদুর বর্ণা কৃষ্ণচূড়াগুলিও আর প্রস্ফুটিত হয় নি,
হয়ত অভিমানের রেশখানি এখনো কাটিয়ে উঠতে পারে নি।
তারপর আমাদের আর কখনোই বৃষ্টিতে ভেজা হয়নি,
শ্রাবণের বারিধারাও হয়ত খুব অভিমান করেছে।
তারপর কোনো এক অপরাহ্নে বসন্তের আগমন হলো,
যেই বসন্ত দাড় করালো দুজনকে মুখোমুখি।
কারো মুখে কোনো কথা নেই,শুধুই স্তব্ধতা,
যেন মৌনতার প্রতিযোগিতায় মত্ত দুজনে,
কিন্তু চক্ষুযুগল কি আর ওতো কিছুর নিয়ম মানে?
দুজন যেন চোখ দিয়ে একই প্রশ্ন উত্থাপন করছে,
কেন সেদিন বিচ্ছেদের সুর বেজে উঠেছিল?
কেন?বলতে পারো?
না চাইতেও দুজনের গন্তব্য বেকে গেল বিপরীত দিকে,
হয়ত আবারো দেখা হবে,কোনো এক শরৎ সন্ধ্যায়,
বা হয়ত না,এই শেষ!