fbpx

ডিসেম্বর ৫, ২০২৪

বিশ্ববিদ্যালয়ের চিত্র

নিরব দেশ, চলছে বেশ
পশুদের ভুল, অকালে ঝরছে ফুল
কাঁদছে মানবতা, পূর্ণ পাপের খাতা
তালাবদ্ধ মুখ, সবই অব‍্যক্ত দুখ।

জানোয়ারদের জুলুম, সহ‍্য করে বেমালুম
মৃত্যুর ভয়, অনেকেই করেছে জয়
তুরুণীর গলায় ফাঁস, ঝুলছে লাশ
ন‍্যায়ের গায়ে চাদরমুরি, বিশ্ববিদ্যালয়গুলো মৃত‍্যুপুরি।

মিথ‍্যা আশ্বাস, করছে বিশ্বাস
বন্ধ কর অনশন নাহলে স‍্যাংশন
করাবে ফেল, শিক্ষকের খেল
রাখবে যতনে, যাও যদি নিকেতনে।

জিরো ডিস্টেন্স, ম‍্যাটার অফ কমন সেন্স
ভয় নাই, সি.জি.পি.এ করে দিবে হাই
কেউ ফাঁদে দিচ্ছে পা, কেউ হয়তো না
ইজ্জত নিচ্ছে লুটে, এরা শিক্ষকই বটে।

কর যদি প্রতিবাদ, কেউ দিবে না সাঁধ
সবাই দেখাবে ভয়, বিশ্ববিদ্যালয় তোমার নয়
ভাঙ্গতে তাদের ভুল, হারিয়ে ফেলবে কুল
কখনো হলে হার, অজুহাত করাবে দাড়।

পর্যটকদের ভয়, অনেকেই ধর্ষণ হয়
কখনো খুন কখনো গুম, বেশিরভাগই মজলুম
আইনের বই, ন‍্যায় কই?
ক্ষামতার খেল, হবে না জেল।

র‍্যাগিংয়ের ভয়, মুখ বুজে সয়
মাথা নত করে চলা, অন‍্যায়কেও ন‍্যায় বলা
দিক্ষা দিচ্ছে গুরু, করো ফ্রি মিক্সিং শুরু
প্রেম করে না যে, আনস্মার্ট সে।

অবাধ ডেটিং, প্রতিদিনই মিটিং
বাবার টাকা, করছে ফাঁকা
যৌবনের ক্ষুধা, প্রেমের সুধা
আবেগের বশে ভুল, দেয় মাশুল।

মডার্ন মেয়ে, নাচে স্বাধীনতা পেয়ে
বিলিয়ে দিচ্ছে শরীর, ভয় নেই হরির
নষ্টামীতে ভরপুর ক‍্যাম্পাস, আছে সবাই বিন্দাজ
ব্রেকাপের পরে, অত্মহত‍্যা করে।

সম্ভ্রম অনেকেরই শেষ, ধরেছে সাধুবেশ
প্রেম নিয়ে করে খেলা, ভাসায় বহু ভেলা
অন‍্যকে বানায় বোকা, সহজেই দেয় ধোকা
বিয়ের আগে গর্ভবতী, গর্ভপাত করা স্বতী।

গোপন ভিডিও কিংবা ফোনালাপ ফাঁস, সর্বনাশ!
মজলুমদের উপর হামলা, নেই কোনো মামলা
আইনের চোখ অন্ধ, বাড়ছে মন্দের ছন্দ
সুশীলরা চুপ, কাপুষের রুপ।

হলের খাবার, দুঃখ সবার
নোংরা রাজনীতি, মনে আতঙ্ক! প্রাণের ভীতি
করলে বিরোধী সাউন্ড, হঠাৎ আন্ডারগ্রাউন্ড
সবার জন‍্য নয়, বিশ্ববিদ্যালয়!

হায়রে বিশ্ববিদ্যালয়! কি এক রহস্যময়!
সৎ লোকেরা মরছে ধুকে, পাপিরা সব আছে সুখে
শিক্ষার আলয়েই অভাব শিক্ষার, ধিক্কার! ধিক্কার!
ওহে নবাগত মিত্র, এটাই বিশ্ববিদ্যালয়ের চিত্র।

0401 হাবিবুল বাশার সুমন
লোক প্রশাসন বিভাগ | জগন্নাথ বিশ্ববিদ্যালয়