মাটির দেহ মাটি হবে,
রইবে না আর ভুবনে;
এই দেখাটি পাইয়াছি
আমি স্বপনে।
ও দয়াল রে!
এই দেখাটি পাইয়াছি
আমি স্বপনে।
ভাবি আমি নিরালায়
বসে বসে…
মানুষের কিসের এত
দম্ভ আর তেজ ?
মাটির সাথে মিশিলে
সব হবে নিস্তেজ !
তোমার
মাটির সাথে মিশিলে
সব হবে নিস্তেজ ।
দুইদিনেরই দুনিয়ায়
এই আছি এই নাই।
তবুও সবার সাথে
মিলেমিশে থাকি নাই!
মাটি থেইকা মাটির মানুষ
হইতে পারলাম না!
সেদিন কি পাব আমি
দয়ালের ক্ষমা?
ও দয়াল রে!
সেদিন কি পাব আমি
তোমারই ক্ষমা?
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
- This author does not have any more posts.