কিছু গল্প
ভাব অল্প
তবু স্মৃতির অতল গহিন।
কিছু শব্দ
লিপিবদ্ধ
তবু যেন অনুভূতিহীন।
কিছু সুর
সুমধুর
তবু ভীষণ অর্থহীন।
কিছু ছন্দ
নিরানন্দ
তবু ভাবে তুলনাহীন।
কিছু ফোনালাপ
মৃদু সংলাপ
ভালো থাকবার আয়োজন।
কিছু আশা
জানি দুরাশা
তবু বাঁচার অবলম্বন।
কিছু কাল
লোহু লাল
জানি বিজয়ের সমীকরণ।
কিছু বাক্য
দেয় সাক্ষ্য
বেঁচে থাকবার প্রয়োজন।
কিছু অশ্রু
কিছু বেদনা
বলে সুখেরই উপাখ্যান।
কিছু ভ্রান্তি
আর ক্লান্তি
নব সূচনার আহবান।
চির শান্ত
নদী বক্ষেও
মাঝে মধ্যে ডাকে বান।
খোলো দৃষ্টি
ঝরে বৃষ্টি
এসো জাগাও সুপ্ত প্রাণ।
- নাজিয়া তাসনিমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae/বৃহস্পতিবার, জুন ১১, ২০২০
- নাজিয়া তাসনিমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae/বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২০
- নাজিয়া তাসনিমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae/বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২০
- নাজিয়া তাসনিমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae/বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২০
- নাজিয়া তাসনিমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae/রবিবার, এপ্রিল ১৮, ২০২১